সিরিয়া ইস্যুতে পুতিনকে এরদোগানের ফোন
প্রকাশিত : ১৮:৩৬, ২৮ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:৪৫, ২৮ মার্চ ২০১৮
সিরিয়া ইস্যুতে শীর্ষ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে তুরস্ক, রাশিয়া আর ইরান। এ বিষয়ে গতকাল তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তেইপ এরদোগান আর রুশ প্রেসিডেন্ট ভ্রাদিমির মধ্যে এক ফোনালাপও হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু বিষয়টি নিশ্চিত করেছে।
তুর্কি প্রেসিডেন্ট কার্যালয়ের এক সূত্রের বরাত দিয়ে আনাদোলু জানায়, সিরিয়া সংকট ইস্যুতে আলোচনা করতে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে গতকাল কথা হয়। এরদোগান এবং পুতিন দুই জনই বৈঠকে বসতে রাজি হয়েছে। আগামী এপ্রিল মাসের ৪ তারিখ তুরস্কের রাজধানী আঙ্কারায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
পাশাপাশি তুর্কি এবং রুশ প্রেসিডেন্টের মধ্যেকার ফোনালাপে দুই দেশের বন্ধু প্রতিম সম্পর্ক উন্নয়নের বিষয়েও কথা হয়। দুই দেশই একে অপরকে ‘একের অপরের বন্ধু’ উল্লেখ করে দ্বিপক্ষীয় এই সম্পর্ক সামনে আরও দূর এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান রাশিয়ার একটি শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনার কারণে হতাহতের বিষয়ে তুরস্কের পক্ষ থেকে শোক প্রকাশ করে।
প্রসঙ্গত, সিরিয়ার আমরিনে হুদি বিদ্রোহীদের উতখাতে হামলা পরিচালনা করে আসছে তুরস্ক। আর এতে সহায়তা করছে রাশিয়া।
সূত্র: আনাদোলু
//এস এইচ এস//টিকে
আরও পড়ুন