ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ভেনেজুয়েলায় হাজতে অগ্নিকাণ্ডে নিহত ৬০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২২, ২৯ মার্চ ২০১৮ | আপডেট: ০৯:২৪, ২৯ মার্চ ২০১৮

ভেনেজুয়েলায় ভ্যালেন্সিয়া শহরের একটি পুলিশ স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬০ হাজতীর প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বেশ কয়েকটি স্থানীয় সূত্র জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা কয়েক ডজন হতে পারে।

একজন কয়েদী তার তোশকে আগুন লাগিয়ে দেওয়ার পরই আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ স্টেশনে আগুন লাগার পরপরই কয়েদীদের স্বজনরা সেখানে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তারা হাজতখানা ভেঙ্গে ফেলার চেষ্টা করে। ওইসময় বিক্ষুব্ধদের সরিয়ে দিতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

উনা ভেনটানা লা লিবারটিড এর প্রধান কার্লোস নিয়েটো বলেন, কয়েক ডজন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। বেসরকারিভাবে জানা গেছে, সেখানে অন্তত ৬০-৭৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে সরকারিভাবে বলা হচ্ছে, অগ্নিকাণ্ডের ঘটনায় মাত্র ৫ জনের প্রাণহানি ঘটেছে।

সূত্র: এএফপি
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি