ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কিমের সঙ্গে বৈঠকে আগ্রহ ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০, ২৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাক্ষাতের পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন।

চীনের সঙ্গে আলোচনাকালে কিম জং উন পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষে কথা বলার পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ আগ্রহ প্রকাশ করেন। আগামী মে মাসে কিমের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প। তবে আলোচনায় বসলেও উত্তর কোরিয়ার ওপর আরোপিত সব ধরণের নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প আরও বলেন, কোরিয়ান উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের সম্ভাবনা দেখা দিয়েছে। এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, চীন ও উত্তর কোরিয়ার মধ্যে আলোচনা ফলপ্রসূ হওয়ায় তাদের আলোচনাকে স্বাগত জানাচ্ছি।

কিম জং উন তার দেশের মানুষের অবস্থা বুঝতে পারছেন মন্তব্য করে ট্রাম্প বলেন, কিম আমার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে। আমিও আগ্রহ প্রকাশ করছি। এদিকে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার নেতাদের মধ্যে আগামী মে মাসে একটি আলোচনা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ট্রাম্পও অংশ নেবেন বলে জানা গেছে। তবে কোথায় বা কখন এ সম্মেলন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সূত্র: বিবিসি
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি