ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

‘মিলনের পর ‌ট্রাম্প আমাকে ইভাঙ্কার সঙ্গে তুলনা করত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ২৯ মার্চ ২০১৮ | আপডেট: ১১:২০, ২৯ মার্চ ২০১৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক যৌনতার অভিযোগ প্রকাশ্যে আসছে। পর্নস্টার থেকে শুরু করে সাবেক মডেলরা ট্রাম্পের যৌনতা নিয়ে সরব হচ্ছেন। তাদের অভিযোগগুলো শুনে মনে হচ্ছে ট্রাম্প যেন হলিউড প্রযোজক হার্ভি ওয়েইনস্টেইনের সঙ্গে পাল্লা দিচ্ছেন।
ট্রাম্পের বিরুদ্ধে একের পর এক যৌনতার অভিযোগে অস্বস্তি বাড়ছে হোয়াইট হাউসে। বিশেষ করে স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ট্রাম্পের দূরত্বের খবর ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। দুদিন আগে এক পর্নস্টার দাবি করেছিলেন মেলানিয়ার সঙ্গে বিবাহের পরেই তার সঙ্গে দৈহিক সম্পর্কে জড়িয়েছিলেন ট্রাম্প। এবার এক প্রাক্তন মডেল দাবি করলেন, দৈহিক সম্পর্কের পর ট্রাম্প নাকি নিজের মেয়ে ইভাঙ্কার সঙ্গে তার তুলনা করেছিলেন।
ক্যারেন ম্যাকডাউগেলের এই দাবির পর ট্রাম্পের অস্বস্তি কয়েকগুণ বেড়ে যাবে। প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। তাহলে কী ইভাঙ্কার সঙ্গেও দৈহিক সম্পর্ক আছে ট্রাম্পের!‌ এক সাক্ষাৎকারে প্রাক্তন মডেল ক্যারেন ম্যাকডাউগেল দাবি করেছেন, ট্রাম্পের সঙ্গে তার দৈহিক সম্পর্ক ছিল। শুধু তাই নয়, ক্যারেনের সঙ্গে প্রথমবার মিলনের পর ট্রাম্প নাকি বলেছিলেন, তুমি ইভাঙ্কার মতোই সুন্দরী। ইভাঙ্কা একজন অসাধারণ নারী। ওকে নিয়ে আমি গর্ব করি। তুমিও ইভাঙ্কার মতো অসাধারণ।
ক্যারেনের দাবি, ট্রাম্পের সঙ্গে তার টানা ১০ মাস সম্পর্ক ছিল। এ দীর্ঘ সময়ে দু’জনে অসংখ্যবার একান্তে সময় কাটিয়েছেন। ট্রাম্পের বেভারলি হিলস হোটেলে তারা প্রথম একান্ত সময় কাটান। দৈহিক সম্পর্কের পর ট্রাম্প নাকি টাকাও দিতে চেয়েছিলেন তাকে। কিন্তু তিনি সেই টাকা নেননি।
ক্যারেনের ভাষ্য, দৈহিক সম্পর্কের পর ট্রাম্প টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু আমি সেই টাকা নিইনি। যদিও হোয়াইট হাউস থেকে পুরো ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। এমনকি ক্যারেনের সঙ্গে সম্পর্কের কথাও অস্বীকার করেছেন ট্রাম্প।
এর আগে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলও সিবিএস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার সঙ্গেও নাকি শারীরিক মিলনের পর ইভাঙ্কার প্রসঙ্গ তুলেছিলেন ট্রাম্প। ওই সাক্ষাৎকারে ড্যানিয়েল এমন সব বিষয় নিয়ে আসেন যা ট্রাম্পকে ধুয়ে দিয়েছে। তিনি বলেছেন, ট্রাম্পের সঙ্গে তিনি দৈহিক সম্পর্কে জড়িয়েছিলেন। ২০০৬ সালে পারস্পরিক সম্মতির ভিত্তিতেই ছিল তাদের এ সম্পর্ক। ওই সময় ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিয়া সদ্য তাদের পুত্রসন্তান ব্যারনের জন্ম দিয়েছিলেন।
স্টর্মি জানিয়েছেন, ট্রাম্পের স্ত্রীর ব্যাপারে স্টর্মি কিছুটা অসস্তি বোধ করছিলেন। তখন ট্রাম্প তাকে আশ্বস্ত করেন। ট্রাম্প বলেন, এ নিয়ে ভাবতে হবে না। কারণ আমরা দুজন এক ঘরে থাকি না। দু’জনের অন্তরঙ্গ মুহূর্ত নিয়ে স্টর্মির ভাষ্য, ট্রাম্পের ঘরে ডিনারের শেষে একবার তারা স্বেচ্ছায় মিলিত হয়েছিলেন। সে সময় ট্রাম্প তাকে বলেছিলেন, `ওয়াও! তুমি খুব স্পেশ্যাল। তুমি আমাকে আমার কন্যার কথা মনে করিয়ে দিলে। ও তোমার মতোই স্মার্ট আর সুন্দরী। আই লাইক ইউ।`
সাক্ষাৎকারের সবচেয়ে বিব্রতকর মুহূর্ত ছিল স্টর্মির বিবরণীতে ট্রাম্পের বিবস্ত্র হওয়ার একটি ঘটনা। ড্যানিয়েল বলেন, তাদের নির্জন সাক্ষাতের সময় এক পত্রিকার প্রচ্ছদে নিজের ছবি দেখিয়ে কেবলই নিজের কথা বলছিলেন ট্রাম্প। তাতে বিরক্ত হন স্টর্মি। তিনি ট্রাম্পকে বলেন, এখন উচিত হবে ওই পত্রিকাটি নিয়ে তাকে কয়েক ঘা দেওয়া। এরপর পত্রিকাটি ছিনিয়ে ট্রাম্পকে বিবস্ত্র হয়ে ঘুরে দাঁড়াতে বলেন। ট্রাম্প সে আজ্ঞা পালন করেন। তখন স্টর্মি পত্রিকাটি দিয়ে ট্রাম্পের নিতম্বে আঘাত করেন।

সূত্র : আজকাল।

এ সংক্রান্ত আরও নিউজ পড়তে ক্লিক করুন নিচের লিংকে

‘ট্রাম্পের সঙ্গে পর্ন তারকার মেলামেশা হয়েছিল সম্মতির ভিত্তিতে’
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি