পুজদেমনের পর গ্রেফতার কাতালোনিয়ার আরেক নেতা
প্রকাশিত : ১১:৪৩, ২৯ মার্চ ২০১৮
কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা কার্লোস পুজদেমনের গ্রেফতারের দুদিন না পেরোতেই পুজদেমন সরকারের শিক্ষামন্ত্রী ক্লারা পুসাটি আত্মসমর্পণ করেছে। স্কটল্যান্ড কর্তৃপক্ষের কাছে তিনি বুধবার স্কটল্যান্ডের এডিনবার্গ পুলিশ স্টেশনে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।
স্পেনের কর্তৃপক্ষ পুজদেমনসহ তার সরকারের ৬ মন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ আনার পর দেশটির সর্বোচ্চ আদালত তাদের বিরুদ্ধে ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপরই গত সোমবার জার্মানির পুলিশ পুজদেমনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে আদালতে তোলা হলে, জার্মানির আদালতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা কার্লোাস পুজদেমনকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর বার্সেলোনাতে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে পুলিশসহ শতাধিক বিক্ষোভকারী আহত হন। পুজদেমনকে গ্রেফতারের পরপরই কাতালোনিয়ার নতুন প্রেসিডেন্ট পদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে দেশটির স্বাধীনতাকামী নেতারা। এরপরই আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে অঞ্চলটিতে। এতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় রাস্তায় জড়ো হলে, পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে।
ধারণা করা হচ্ছে যে মামলায় পুসাটিকে গ্রেফতার করা হয়েছে, সে মামলায় তার সর্বোচ্চ ২০ বছরের জেল হতে পারে। পুসাটি পেশায় একজন শিক্ষক। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব আন্দ্রিসের তিনি শিক্ষকতা করতেন। স্পেনে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার পরই পুজদেমনসহ স্বাধীনতাকামী ছয় নেতা স্পেন থেকে পালিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নেন।
সূত্র: আল-জাজিরা
এমজে/
আরও পড়ুন