ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

তুর্কী হুমকিতে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ৩০ মার্চ ২০১৮

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে খুব শিগগিরই সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে দেশটি যুগ যুগ ধরে শতকোটি ডলার ব্যয় করছে ফের এই দাবি করে ট্রাম্প বলেন, যেহেতু মধ্যপ্রাচ্যের দায়িত্ব অন্যরা নিচ্ছে, সেহেতু আমরা শিগগিরই নিজেদের প্রত্যাহার করে নেব। তবে ঠিক কখন থেকে প্রত্যাহার কার্যক্রম শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোন সময়সীমা উল্লেখ করেননি বিশ্বের ক্ষমতাধর এই নেতা।

গত সপ্তাহে তুর্কী প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। ওই সময় সিরিয়ার মানবিজ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানান এরদোগান। এর আগে সিরিয়ার আফ্রিনে যুক্তরাষ্ট্রের সহায়তায় যুদ্ধ চালিয়ে যাওয়া কুর্দী যোদ্ধাদের শোচনীয় পরাজয় হয়। ধারণা করা হচ্ছে, এরই প্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প এমন ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে আমরা হাজার হাজার কোটি ডলার ব্যয় করেছি। বিনিময়ে আমরা কিছুই পায়নি। এদিকে সেনা প্রত্যাহার করা হলেও, আইএসকে লক্ষ্য করে চালানো বিমান হামলা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। এর কারণ হিসেবে বিশ্লেষকরা বলেন, ট্রাম্প বিমান হামলার বিষয়ে কোন মন্তব্য করেননি। তুরস্কের সঙ্গে কোন ধরণের চুক্তি হয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

উল্লেখ্য, গত ২৪ মার্চ তুর্কী প্রেসিডেন্ট এরদোগান যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেন, আফরিন থেকে সেনা প্রত্যাহার হোক বা না হোক, তারা সেখানে হামলা চালাবে। আরে এতে যদে যুক্তরাষ্ট্রের সঙ্গেও সংঘাতে জড়াতে হয়, তাতেও প্রস্তুত তার দেশ। ধারণা করা হচ্ছে, সিরিয়া-যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থার কারণেই ট্রাম্প এমন ঘোষণা দিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

এমজে

আরও পড়ুন-

সিরিয়ার মানবিজে মুখোমুখি তুর্কী-মার্কিন সেনা


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি