ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

তাজমহলে ৩ ঘণ্টার বেশি অবস্থান করা যাবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০২, ৩০ মার্চ ২০১৮

ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) মানব দূষণের হাত থেকে ঐতিহাসিক তাজমহলকে রাক্ষার জন্য নতুন উদ্যোগ নিয়েছে। নতুন এই উদ্যোগে কোনো পর্যেটক বা দর্শনার্থী ৩ ঘণ্টার বেশি তাজমহলে থাকতে পারবে না। গত বৃহস্পতিবার এএসআইয়ের জারি করা এক নির্দেশিকায় এ তথ্য দেওয়া হয়েছে। ১ এপ্রিল থেকে  এ নির্দেশিকা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে তাজমহল দর্শনের জন্য কোনো সময়সীমা নির্দিষ্ট ছিল না। পর্যটকেরা সারা দিন তাজমহল দর্শন করতে পারতেন। এবার এই আইনের মাধ্যমে তা বন্ধ করা হলো। 

নতুন এ নির্দেশিকায় কোনো পর্যটকে যদি ৩ ঘণ্টার বেশি থাকতে চায় তাহলে তাকে অতিরিক্ত টাকা প্রদান করতে হবে।

উল্লেখ্য যে, তাজমহল পরিদর্শনে ১৫ বছরের কমবয়সী দেশি ও বিদেশি কোনো পর্যটকের টিকিট লাগে না। এরপর থেকে ভারতীয়দের জন্য ৪০ রুপি এবং বিদেশিদের ১০০০ রুপি। তবে সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য এই টিকিটের হার ৫৩০ রুপি।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি