ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে লাগবে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৪, ৩১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য নতুন নিয়ম প্রবর্তন করেছে। এ নিয়মে যে যুক্তরাষ্ট্রের ভিসা নিতে চায় তাকে সামাজিক মাধ্যমের পাঁচ বছরের বিস্তারিত তথ্য দিতে হবে। এছাড়াও ‍তাদের সামাজিক মাধ্যমের নাম, পূর্বের ই-মেইল আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে।

এই উদ্যোগটি প্রায় ১৫ মিলিয়ন বিদেশীর উপর প্রভাব পরবে বলে জানা গেছে। পূর্বে সামাজিক মাধ্যম, ই-মেইল এবং মোবাইল নাম্বারের তথ্য দেওয়া হতো অতিরিক্ত নিরাপত্তার জন্য।  

নতুন এই নীতি অভিবাসী এবং যারা অভিবাসী নয় তাদের সবার জন্য প্রজোয্য হবে। বলা হচ্ছে এই নীতি প্রয়োগের ফলে প্রায় ৭ লক্ষ ১০ হাজার ভিসা প্রার্থী অভিবাসী এবং ১৪ মিলিয়ন অভিবাসী নয় এমন ভিসা প্রার্থী এর দ্বারা প্রভাবিত হবেন। এছাড়াও যারা যুক্তরাষ্ট্রে ব্যবসা, শিক্ষার আসবেন তারাও এর আওতাভূক্ত হবেন।

এ সংক্রান্ত একটি ডকুমেন্ট ফেডারেল রেজিস্টারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।কতৃপক্ষ এবং বাজেট-এর সাথে সঙ্গতি রেখে যদি তা অনুমোদন দেওয়া হয় তাহলে সকল ভিসা প্রার্খীর জন্য তার ব্যবহার করা পাঁচ বছরের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি একাউন্ট দিতে হবে।

এছাড়াও তাদের পাঁচ বছর ব্যাবহার করা আগের টেলিফোন নাম্বার, ই-মেইল আইডিও সরবরাহ করতে হবে।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি