ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

পাকিস্তানেই থাকতে চান মালালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৮, ৩১ মার্চ ২০১৮

পড়াশোনা শেষ করে পাকিস্তানেই থাকতে চান মালালা ইউসুফজাই। শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে নোবেলজয়ী বলেন, “পাকিস্তান আমার দেশ। অন্য সবার মতো আমারও দেশে থাকার সমান অধিকার রয়েছে।

২০১২ সালে সোয়াট প্রদেশে তালিবানের গুলিতে গুরুতর জখম হওয়ার পর মালালাকে নিয়ে যাওয়া হয়েছিল ব্রিটেনে। এরপর বৃহস্পতিবার প্রথম পাকিস্তানে এসেছেন অক্সফোর্ডের ছাত্রী। মালালা বলেন, “২০১২ সালের পাকিস্তান আর আজকের পাকিস্তানে অনেক ভ্যবধান। আজ দেশের উন্নতির জন্য মানুষ ঐক্যবদ্ধ, সক্রিয়। এ বিষয়ে ব্যাপক প্রচার চলছে। এ তো খুবই ভাল কথা।”

এর আগে মালালা বলেছিলেন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান। তবে সাক্ষাৎকারে অবশ্য রাজনীতি নিয়ে কিছু বলেননি।

নিরাপত্তার স্বার্থে মালালার সফর নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। তাই এখনও কেউ জানেন না, সোয়াটে তিনি যাবেন কি না। পরিস্থিতির উন্নতি হওয়ায় সপ্তাহ কয়েক আগে ওই এলাকায় পর্যটকদের আবার যাওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন। সেখানকার বাসিন্দা সাহিস্তা হাকিম জানান, মালালার জীবন আমাদের বদলে দিয়েছে। বাবা-মায়েরা মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন। ও একবার এখানে আসবে না? সূত্র: আনন্দবাজার

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি