ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ডুবে যাবে টোকিওর এক তৃতীয়াংশ: গবেষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৮, ৩১ মার্চ ২০১৮

জাপানের টোকিও শহরে সুপার টাইফুন আঘাত হানলে নগরীর এক তৃতীয়াংশ এলাকা ঝড় ও জলোচ্ছ্বাসের কারণে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে যাবে। এতে ক্ষতিগ্রস্ত হবেন ৪০ লাখ লোক। স্থানীয় কর্তৃপক্ষের এক জরিপে এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়।

বিশ্বব্যাপী ঝড়ে বিপর্যয়ের ঝুঁকি দিন দিনই বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে টোকিও মেট্রাপলিটন সরকার এই প্রথমবারের মতো টাইফুন সম্পর্কিত বড় আকারের ঢেউয়ে রাজধানীর ঝুঁকি নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করছে।

জারিপ প্রতিবেদনে আরও বলা হয়, সুপার টাইফুনের কারণে জলোচ্ছ্বাস তৈরি হলে রাজধানী টোকিও’র এক তৃতীয়াংশ এলাকা ১০ মিটার (৩৩ ফিট) পানিতে নিমজ্জিত হবে। এছাড়া প্রায় ৪০ লাখ ক্ষতির সম্মুখীন হবে। উল্লেখ্য, জাপানে প্রায়ই বড় আকারের ঝড় আঘান হানে। এর ফলে ভূমিধস ও বন্যা দেখা দেয়।

সূত্র: এএফপি

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি