ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

এপ্রিলকে ‘জাতীয় যৌন নিপীড়ন সচেতনতা’ মাস ঘোষণা ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ৩১ মার্চ ২০১৮

চলতি বছরের এপ্রিলকে যুক্তরাষ্ট্রে ‘জাতীয় যৌন নিপীড়ন সচেতনতা’ মাস হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যৌন সহিংসতার মতো ঘটনার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এবং তা প্রতিরোধে কাজ করার অঙ্গীকার থেকে তিনি এ ঘোষণা দেন।

গতকার শুক্রবার হোয়াইট হাউজের ওয়েবসাইটে এ ঘোষণা দেন যৌন হয়রানির ডজনের বেশি অভিযোগের মুখে থাকা ট্রাম্প।

ট্রাম্প বলেন, সমাজ থেকে যৌন সহিংসতা উপড়ে ফেলতে আমাদের কাজ করতে হবে। ঘরে ও কর্মস্থলে আমাদের নিরাপদ সম্পর্ক গড়ে তুলতে হবে। যৌন নিপীড়নের শিকারদের পাশে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন অন্তত ১৫ নারী। তবে ট্রাম্প সব অভিযোগই অস্বীকার করেছেন।

তথ্যসূত্র: সিএনএন।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি