ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

১৬ দিনের শিশুকে নিয়ে উধাও বাঁদর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ১ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:৩৫, ১ এপ্রিল ২০১৮

মায়ের পাশে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল বাচ্চাটি। বয়স মাত্র ১৬ দিন। ঠিক পাশেই কখন যে ওত পেতে বসেছিল একটি বাঁদর, খেয়াল করেননি মা। যখন খেয়াল হল, তখন বড় বিপদ ঘটে গেছে। এমনিতে পাড়া-গাঁয়ে বাঁদরের দেখা সবসময়ই মেলে। ফল-মূল বা সবজি হাতে নিয়ে দৌড় দেয়। কিন্তু এই বাঁদরটির বুকে যে সন্তানস্নেহ উথলে উঠেছে কে জানত! মাকে হতচকিত করে দিয়ে আচমকাই সে বাচ্চাটিকে কোলে নিয়ে উধাও।

এখন হন্যে হয়ে সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন মা। সঙ্গে আছেন গ্রামবাসী ও বন দপ্তরের কর্মীরা। ঘটনা ভারতের ওড়িষ্যার তালাবাস্তা গ্রামে। শনিবার বাচ্চাটিকে পাশে নিয়েই শুয়েছিলেন মা। আচমকাই বাঁদরের হামলা। কিছু বুঝে ওঠার আগেই বাচ্চাটিকে বুকে করে নিয়ে উধাও হয়ে যায় বাঁদরটি।

নিজের সন্তানকে বাঁদর তুলে নিয়ে যাচ্ছে দেখে প্রবল চিৎকার শুরু করে দেন মা। তাতে ছুটে আসেন গ্রামবাসীরা। তাঁরাও বাঁদরটির পিছু নেন। বাচ্চাটিকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু কাজের কাজ কিছু হয় না। জঙ্গলের মধ্যে হারিয়ে যায় বাচ্চাটি।

গ্রামবাসীদের দ্বারা উদ্ধারকাজ সম্ভব নয় বুঝতে পেরে খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের। প্রায় জনা তিরিশেক কর্মী তিনটি দলে ভাগ হয়ে তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছেন। কিন্তু কোথায় কী! বাচ্চা সমেত বাঁদরের টিকিটিও দেখা যাচ্ছে না।

জানা যাচ্ছে, বাচ্চাটির কান্নাকাটিতে খানিকটা সমস্যা আছে। তাই তার কান্নার আওয়াজও তেমন শোনা যাচ্ছে না। এতেই মুশকিলে পড়েছেন কর্মীরা। ঠিক কোথায় যে বাচ্চাটি আছে, তা কিছুতেই বোঝা যাচ্ছে না। ফলে খুঁজে পেতেও অসুবিধা হচ্ছে।

এদিকে বাচ্চাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা। এলাকায় বাঁদরের উপদ্রব আছে ঠিকই। কিন্তু এই বাঁদরটির ব্যবহারে তাজ্জব গ্রামবাসীরাও। তাঁদের অনুমান, কোনও কারণে বাঁদরটি হয়তো তার নিজের সন্তান হারিয়েছে। তাই মানুষের সন্তানকেই নিজের ভেবে বা নিজের মতো মনে করে তুলে নিয়ে গিয়েছে। আপাতত বনকর্মীরাই হন্যে হয়ে খোঁজ চালাচ্ছেন। পাশাপাশি রেঞ্জারদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যাতে বাচ্চাটিকে উদ্ধার করা যায়।
সূত্র: সংবাদ প্রতিদিন

একে//এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি