ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুতিনকে যুক্তরাষ্ট্র সফরের আহবান ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৭, ৩ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্র সফরের আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে সামিট আয়োজনের প্রস্তাব দেন ট্রাম্প। কিন্তু পুতিনকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণের বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন হোয়াইট হাউজ মুখপাত্র সারা স্যান্ডার্স। তবে ফোনালাপের বিষয়টি স্বীকার করেছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি পাল্টাপাল্টি কূটনৈতিক বরখাস্তের বিষয়টি নিয়ে রুশ-মার্কিন সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে।

সূত্র: রয়টার্স

একে//টিকে  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি