রুশ কানেকশান: এক ডাচ আইনজীবীর জেল
প্রকাশিত : ০৯:০২, ৪ এপ্রিল ২০১৮
মার্কিন নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার ঘটনায় মিথ্যা সাক্ষ্য দেয়ায় নেদারল্যান্ডসের একজন আইনজীবীকে ৩০ দিনের জেল দিয়েছেন আদালত। ট্রাম্পের সাবেক ডেপুটি ক্যাম্পেইন চেয়ারম্যান রিক গেটসের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ওই আইনজীবীকে একইসঙ্গে ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তে অ্যালেক্স ভ্যান ডার জয়ানই প্রথম ব্যক্তি যার সাজা হলো। গত ফেব্রুয়ারিতে মুলারের টিমকে মিথ্যা সাক্ষ্য দেয়ায় তিনি দোষী সাব্যস্ত হন। এদিকে ভ্যান ডার জয়ান ওই ঘটনায় দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন।
বিশেষ কাউন্সিল মুলার তদন্ত শুরু করার পর ভ্যান ডার জয়ান চতুর্থ ব্যক্তি যিনি অভিযুক্ত হলেন। এর আগে গেলো বছর ট্রাম্পের ক্যাম্পেইন সহযোগী জর্জ পাপাডোপোলাস ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন এবং ফেক আইডি সরবরাহকারী এক ব্যক্তিকে অভিযুক্ত করেছেন মুলার। এছাড়া ১৩ রাশিয়ানকেও অভিযুক্ত করে মুলারের টিম। এ ঘটনায় তিনটি রুশ প্রতিষ্ঠানকেও অভিযুক্ত করা হয়।
সূত্র: সিএনএন
এমজে/
আরও পড়ুন