ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাসপাতালে রানী এলিজাবেথের স্বামী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ হাসপাতালে ভর্তি হয়েছেন। কোমরে সার্জারির জন্য কিং এডওয়ার্ড (৭) হাসপাতালে ভর্তি হন প্রিন্স ফিলিপ। তিনি এখন এডিনবার্গের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ বুধবার তার অপারেশন হওয়ার কথা রয়েছে। ৯৬ বছর বয়সী প্রিন্স ফিলিপকে আগামীকালই আবার বাকিংহাম প্যালেসে ফিরিয়ে নেওয়া হবে বলে জানা গেছে। গত সপ্তাহে কোমরে ব্যথা অনুভব করেন প্রিন্স ফিলিপ। গত বছরই তিনি সব ধরণের দায়িত্ব থেকে অবসর নেন। তবে দায়িত্ব ছেড়ে দিলেও আনুষ্ঠানিক সব ইভেন্টে অংশ নিতেন ফিলিপ। উল্লেখ্য, রানী এলিজাবেথও দুই বার কোমরের অপারেশন করিয়েছে।

সূত্র: দ্য ইনডিপেনডেন্ট
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি