ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ইরানে কফিশপে আগুন: ১১ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ৪ এপ্রিল ২০১৮

ইরানে একটি কফিশপে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন।

ইরনা নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, গতকাল মঙ্গলবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর আহভাজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষের দাবি, দুর্বৃত্তরা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

আহভাজের পুলিশ কমান্ডার কর্নেল মুহাম্মাদ সাফারি বলেন, ইতোমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

সূত্র: সৌদি-গেজেট
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি