হকিংয়ের অর্থে দুঃস্থদের ভোজ
প্রকাশিত : ১৪:৩৫, ৪ এপ্রিল ২০১৮
ইস্টার শনিবারে কেমব্রিজে স্টিফেন হকিংয়ের শেষকৃত্য যখন চলছিল, ঠিক তখন আধা মাইল দূরে আরও একটি কর্মকাণ্ড ঘটেছে।
প্রয়াত বিজ্ঞানীর ইচ্ছাকে সম্মান দিয়ে তাঁরই সঞ্চিত অর্থে হকিং পরিবার ৫০ জন গৃহহীন দরিদ্র মানুষকে ইস্টারের মধ্যাহ্নভোজ খাইয়েছে। এ জন্য ‘ফুডসাইক্ল’ নামে একটি দাতব্য সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছিলেন হকিংয়ের মেয়ে লুসি। ওই সংগঠনই সব আয়োজন করে। হকিং পরিবার এ নিয়ে খুব বেশি প্রচার চায়নি। তাই আগে থেকে বিষয়টি নিয়ে কোনও হইচইও করা হয়নি। গতকাল মঙ্গলবার ওই সংগঠনই ঘটনাটা সংবাদমাধ্যমকে জানিয়েছে।
ওয়েসলি মেথডিস্ট চার্চের দূরত্ব কেমব্রিজ থেকে আধা মাইলেরও কম। সেখানেই পূর্ণাঙ্গ তিন-কোর্সের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। প্রতিটি টেবিলে ফুলের সঙ্গে রাখা ছিল একটি চিরকুট, যাতে লেখা ছিল ‘আজকের ভোজ হকিংয়ের উপহার’।
সাধারণত ‘ফুডসাইক্ল’ প্রতি শনিবার লন্ডনে দরিদ্রদের নিজ খরচে খাওয়ার ব্যবস্থা করে। পূর্ব ইংল্যান্ডে তাদের আঞ্চলিক ম্যানেজার আলেক্স কলিস বলেন, ‘হকিং বরাবরই পীড়িতদের সহমর্মী ছিলেন। তাঁর অনুদানে তা-ই আবার প্রতিফলিত হল।’ যে অর্থ হকিং পরিবার ওই সংগঠনের হাতে তুলে দিয়েছে, তাতে আরও কিছু দিন বহু লোকের খাদ্যের সংস্থান হবে।
সূত্র : আনন্দবাজার
এসএ/
আরও পড়ুন