ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

কারাগারেই থাকতে হবে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:২৪, ৫ এপ্রিল ২০১৮

দুর্নীতির দায়ে ১২ বছরের কারাদণ্ড পাওয়া ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাশিও লুলা ডি সিলভাকে জেলেই কাটাতে হবে বলে রুল দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করা হলে আলাদত এ রায় দেন।

ঘুষ গ্রহণের অভিযোগে তাকে ১২ বছরের কারাদণ্ড দেন আদালত। তবে আপিলের শুনানি চলাকালে তিনি কারাগারের বাইরে থাকতে পারবেন। এদিকে আদালতের রায়কে রাজনৈতিক রায় বলে মন্তব্য করেছেন ডি সিলভা। তার দাবি, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তাকে নির্বাচন থেকে দূরে রাখতেই সরকার আদালতের মাধ্যমে এমন খেলা খেলছে। উল্লেখ্য, আগামী অক্টোবরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১১ সদস্যের আপিল বিভাগের ৬ বিচারপতি তার বিরুদ্ধে এই আদেশ দিয়েছেন। অন্যদিকে ৫ বিচারপতি তার পক্ষে আদেশ দেন। ৭২ বছর বয়সী ডি সিলভা বর্তমানে মুক্ত রয়েছেন। তবে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হলেই, তাকে গ্রেফতার করে জেলে পুরে দেওয়া হবে বলে আদালত জানায়। এদিকে আদালতের এ রুলিংকে ব্রাজিলের গণতন্ত্রের জন্য একটি ট্রাজেডিক ডে হিসেবে চিহ্নিত করেছে ওয়ার্কার্স পার্টি।

লুলা ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। পরে দুর্নীতির অভিযোগে তাকে পদত্যাগ করতে হয়। এদিকে আদালতের এ রুলিংয়ের পরই ২০ হাজার নেতাকর্মী সাও পাওলোতে বিক্ষোভ করেছে।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি