ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ছেলের পর বাবাও ধর্ষণ করলো তরুণীকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ৫ এপ্রিল ২০১৮

ভারতের পাঞ্জাবে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক বস্ত্র ব্যবসায়ী ও তার ছেলের বিরুদ্ধে। অভিযুক্তদের নাম আত্মা সিংহ ও তার ছেলে আমনদীপ সিংহ। তাদের বিরুদ্ধে যোগা থানায় অভিযোগও করা হয়েছে।
ওই কিশোরীর অভিযোগ, বাবা মারা যাওয়ার পর হঠাৎ তাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। ফলে সে কয়েকটি বাড়িতে পরিচারিকার কাজ শুরু করে। সেই সুযোগ তরুণীর নিষেধ সত্বেও গৃহকর্তা আত্মা সিংহের ছেলে আমনদীপ তার সঙ্গে আপত্তিকর আচরণ করতে থাকে। একদিন আমনদীপ তাকে জোর করে পর্নগ্রাফি দেখায়। এরপর ধর্ষণ করে। এরপর থেকে তরুণীকে রোজ রাতে ধর্ষণ করতে থাকে।
কিশোরী আরও জানায়, একদিন আত্মা তার ছেলেকে ধর্ষণ করতে দেখেন। তিনি কিশোরীকে মেয়েটিকে নিজের ছেলের লালসার হাত থেকে বাঁচানোর বদলে নিজেও মেয়েটিকে ধর্ষণ করেন। মেয়েটি বাধ্য হয়ে তার মা`কে গোটা ঘটনার কথা জানায়। এরপরেই তার মা পুলিশে অভিযোগ দায়ের করেন।
সূত্র: এবিপি আনন্দ
/এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি