ভেঙ্গে দেওয়া হলো মালয়েশিয়ার পার্লামেন্ট
প্রকাশিত : ১৬:৩৮, ৬ এপ্রিল ২০১৮
ক্ষমতার পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার মাত্র দুই মাস আগে সংসদ ভেঙে দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ইতোমধ্যে রাজা সুলতান মাহমুদ তা অনুমোদন করায় আগামীকালই সংসদ ভেঙ্গে যাবে বলে জানা গেছে। জাতীয় নির্বাচন সামনে রেখে আজ শুক্রবার রাষ্ট্র পরিচালিত টেলিভিশনে এক বক্তৃতায় প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন ।
এদিকে সংসদ বিলুপ্তির ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, এই সপ্তাহেই দেশটির নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা দেবেন। এদিকে আগামী নির্বাচনে নাজিব রাজাককে কঠোর প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইতোমধ্যে আগামী নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা মাহাথির মোহাম্মদ।
জানা গেছে, দুর্নীতির অভিযোগে পর্যুদস্ত নাজিব রাজাক দেশটিতে ইতোমধ্যে কোণঠাসা হয়ে পড়েছেন। এর আগে, ২০১৫ সালে সৌদি রাজপরিবারের কাছ থেকে পাওয়া ৬৮ কোটি ১০ লাখ ডলার ব্যক্তি খাতে খরচের অভিযোগ উঠেছিল প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে। সেই সময় তাঁর পদত্যাগের জোর দাবি ওঠে। তবে তিনি ওই সময় পদত্যাগ করেননি।
১৯৫৭ সালে মালয়েশিয়া স্বাধীন হওয়ার পর থেকেই রাজনৈতিক জোট ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন (ইউআমএনও) ক্ষমতায় রয়েছে। এখন সেই জোটের নেতৃত্বে রয়েছেন নাজিব রাজাক। তবে নাজিব রাজাককে তাঁর রাজনৈতিক মিত্র ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে নির্বাচনে লড়তে হবে। তবে অনেকেই প্রত্যাশা করছেন, নাজিব ক্ষমতা ধরে রাখতে পারবেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে, মাহাথির মোহাম্মদের জোট ও প্যান মালয়েশিয়া ইসলামিক পার্টির (পাস) মধ্যে ভোট ভাগাভাগি হবে।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বলছে, মাহাথির মোহাম্মদের প্রবল জনপ্রিয়তার কাছে হারতেও পারেন নাজিব রাজাক। এর কারণ হিসেবে তারাঁ বলছেন, ২০০৩ সালে মাহাথির মোহাম্মদ সেচ্ছায় ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর থেকে মালয়েশিয়ায় বেকারত্ব ও অর্থনৈতিক মন্দা দেখা দেয়। বিশেষ করে, নাজিব রাজাকের আমলে দেশটিতে বেকারত্বের হার মারাত্মকভাবে বেড়ে যায়। এরইমধ্যে রাজনৈতিকভাবে আবারও মাঠে নেমেছেন মাহাথির মোহাম্মদ। গত কয়েকদিন আগে দেশটিতে নাজিব বিরোধী আন্দোলনে মাহাথির মোহাম্মদ নেতৃত্ব দিয়েছেন।
এমজে/
আরও পড়ুন