ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে আত্মসমর্পণের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০১, ৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন ব্রাজিলের এক আদালত। ফেডারেল বিচারক সার্জিও মোরো লুলাকে পুলিশ সদরদপ্তরে হাজির হয়ে আত্মসমর্পণের আদেশ দিয়েছেন।

এদিকে রায় ঘোষণার পরই সাওপাওলোর মেটাল ওয়ার্কারস ইউনিয়ন কার্যালয়ের কাছে লুলার কয়েক হাজার সমর্থক বিচারকের আদেশের বিরুদ্ধে বিক্ষোভ করেন। এর আগে গত বুধবার দেশটির আপিল বিভাগের বিচারকদের ৬-৫ আদেশে বলা হয়, লুলাকে অবশ্যই জেলে যেতে হবে। ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট লুলাকে ১২ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত।

সুপ্রিম কোর্টের বিচারকদের এক ম্যারাথন সেশন শেষে বৃহস্পতিবার সকালে লুলাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। শুরু থেকেই লুলা তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অ্যাখ্যা দিয়ে আসছেন। চলতি বছরের অক্টোবরে হতে যাওয়া সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রাখতেই এ চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি।

২০০৩ থেকে ২০১১ পর্যন্ত টানা দু্ই মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা সিলভা। সামাজিক কর্মসূচিতে বিস্তর খরচ করার কারণে তার মেয়াদকালীন সময়েই ব্রাজিল তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেছিল। লুলা প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে ওই ৮ বছরের মধ্যেই দেশটির কয়েক কোটি লোক দারিদ্র্যসীমার নিচ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল।

সূত্র: রয়টার্স
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি