পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট
প্রকাশিত : ১০:৪৮, ৮ এপ্রিল ২০১৮
দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে। দুর্নীতির দায়ে আদালত তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়ার পর থেকে তিনি তার স্টিলকর্মীদের ভবনে আশ্রয় নেন। সেখানেই এক সমাবেশে বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি।
গতকাল শনিবার ৭২ বছর বয়সী এই রাজনীতিবিদকে পুলিশ গ্রেফতার করে। দলীয় কর্মীরা পুলিশের গাড়িরোধ করলে লুলা বলেন, আমি গ্রেফতারি পরোয়ানা মেনে নিয়েছি। তবে তিনি নির্দোষ বলেও দাবি করছেন।
গতকাল শনিবার দলের কার্যালয়ের সামনে সমর্থদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি আদেশ মেনে নিবো। আর আপনারা সবাই লুলা হয়ে উঠবেন। কারণ আমি আইনের উর্ধ্বে না। আমি যদি আইন বিশ্বাস না করতাম তবে রাজনীতি শুরু করতাম না, বিপ্লব করতাম।’
উল্লেখ্য, ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন লুলা। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসকে কাজ পাইয়ে দেওয়ার শর্তে এক দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
তথ্যসূত্র: বিবিসি।
একে//এসএইচ/
আরও পড়ুন