ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

পশ্চিমারা তাদের পালন করা সন্ত্রাসেই নিঃশেষ হবে: এরদোয়ান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৬, ৯ এপ্রিল ২০১৮

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান বলেছেন, সন্ত্রাসের মদদ দেওয়া সন্ত্রাসেই পশ্চিমারা ধ্বংস হবে। তারা নিজেদের ফাদে নিজেরাই ধরা পড়বে। শনিবার জার্মানিতে গাড়ির হামলার বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ফ্রান্সেও একই ঘটনা ঘটবে। দক্ষিণাঞ্চলীয় দীনজিলি প্রদেশ সফরে সমর্থকদের উদ্দেশ্য দেওয়া বক্তব্যে এরদোয়ান এসব কথা বলেন।

মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীদের সমর্থন করার জন্য ফ্রান্স সরকারের কঠোর সমালোচনা করেছেন এরদোয়ান।

ফরাসি প্রেসিডেন্টকে উদ্দেশে এরদোয়ান বলেন, আপনি জার্মানিতে কী ঘটছে তা নিশ্চয় দেখতে পাচ্ছেন। একই ঘটনা ফ্রান্সেও ঘটবে। পশ্চিমারা সন্ত্রাস থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হবে না। সন্ত্রাসীদের লালন-পালন করার কারণে পশ্চিমরা সন্ত্রাসেই নিঃশেষ হবে।

জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মুনস্টারে পথচারীদের ওপর একটি গাড়ি তুলে দেওয়ার পর এ পর্যন্ত অন্তত দুইজন পথচারী নিহত হওয়ার পর হামলাকারী আত্মহত্যা করেছেন। আহত হয়েছে আরও অন্তত ২০ জন। হামলাকারীর মানসিক সমস্যা ছিল এবং এটি ইসলামী আক্রমণের কোনো ইঙ্গিত নয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনার পর এরদোয়ান সেই মন্তব্য করেন।

তথ্যসূত্র: আনাদোলু।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি