ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জীবদ্দশায় দেখতে চাই কাশ্মীর-ফিলিস্তিন স্বাধীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ৯ এপ্রিল ২০১৮

ভারতীয় সেনাদের হাতে কাশ্মীরি স্বাধীনতাকামী নিহত হওয়ার প্রতিবাদে এবার আবেগঘন মন্তব্য করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত শোয়েব আকতার। শুধু কাশ্মীর-ই নয়, বরং ফিলিস্তিন, ইয়েমেন ও আফগানিস্তানের ‘প্রকৃত স্বাধীনতা’চেয়েছেন পাকিস্তানের সাবেক এ পেস বোলার।

সাবেক এ পাক পেসার টুইটারে নিজের অ্যাকাউন্টে লেখেন, ‘জীবদ্দশায় একদিন অন্তত এই সংবাদ পেতে চাই, যেদিন কাশ্মীর, ফিলিস্তিন, ইয়েমেন, আফগানিস্তান এবং বিশ্বের সমস্ত উপদ্রুত এলাকায় প্রকৃত স্বাধীনতা ফিরে আসবে। মানবতার অপমৃত্যু এবং নিষ্পাপ প্রাণের হত্যা আমার হৃদয়কে রক্তাক্ত করে।’

দু’দেশের নেতৃত্বের কাছে কঠিন প্রশ্ন তুলে ধরতে হবে, বিগত ৭০ বছরের জমানো কাজ কেন আমরা শেষ করতে পারিনি এখনও? আরও ৭০ বছর কি আমাদের এই ঘৃণার সম্পর্ক নিয়েই বাঁচতে হবে?’

এর আগে পাকিস্তান ক্রিকেটের লাভার বয় শহীদ আফ্রিদীও কাশ্মীর ইস্যুতে সরব হয়েছিলেন। তারপরই ভারতীয় ক্রিকেটারদের তোপের মুখে পড়েন আফ্রিদি। তবে শোয়েব আক্তারের টুইটে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি ভারতীয় ক্রিকেটাররা।

সূত্র: ইন্ডিয়া টুডে
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি