ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ভারতে স্কুল বাস দুর্ঘটনায় ২৬ শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৫, ৯ এপ্রিল ২০১৮

ভারতের হিমাচল প্রদেশে একটি স্কুল বাস দুর্ঘটনায় ২৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতের ২৬ জনই শিশু বলে জানা গেছে। এ ছাড়া এ ঘটনায় আরও অন্তত ২৫ জন মারাত্মকভাবে আহত হয়েছেন।

রাষ্ট্রীয় দুর্যোগ প্রতিরোধ সংস্থা জানিয়েছে, হতাহতদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। ইতোমধ্যে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের উদ্ধারে এনডিআরএফকে মাঠে নামিয়েছে সরকার।

এ ঘটনায় পুরো রাষ্ট্রজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির সভাপতি অমিত শাহ, কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী ও দেশটির রাজনীতিক ব্যক্তিরা।

জানা গেছে, স্কুল ছুটির পর ওই শিক্ষার্থীদের বাড়ি নিয়ে যাচ্ছিল বাসটি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট নিচে পড়ে যায় বাসটি। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। ওই বাসে থাকা দুই শিক্ষকই নিহত হয়েছেন বলে জানা গেছে।

সূত্র: জি নিউজ
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি