ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরিয়া নিয়ে জোরালো পদক্ষেপ নেব : ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ১০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সিরিয়ায় রাসায়নিক হামলার জোরালো জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন, সামরিক দিক থেকে আমাদের অনেক উপায় (অপশন) আছে। তিনি বলেন, শিগগিরই জবাব দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত শনিবার দুমা এলাকায় রাসায়নিক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট হচ্ছে, কে এর সঙ্গে জড়িত।

চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। তবে ঠিক কতজন মারা গেছেন, তা জানা যায়নি।

ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর সঙ্গে সোমবার রাতে আলোচনা করেছেন। দুজনই এ ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে বর্বরোচিত এ রাসায়নিক হামলার তীব্র নিন্দা জানান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থকদের এ জন্য দায়ী করেন তিনি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পশ্চিমা নেতারা এ নিয়ে আলোচনা করেন। এতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া কঠোর বাক্যবিনিময় করে।

জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া বলেন, এ হামলার ঘটনা সাজানো এবং যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলে তার পরিণতি ভয়াবহ হবে।

যুক্তরাষ্ট্রের দূত নিকি হেলি বলেন, সিরিয়ার আসাদের সমর্থন রাশিয়ার হাতে শিশুদের রক্তের দাগ রয়েছে এবং প্রেসিডেন্ট আসাদ একজন দানব।

তথ্যসূত্র: বিবিসি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি