ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ইসলামিক স্টেটের বিরুদ্ধে সাইবার হামলা যুক্তরাজ্যের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ১২ এপ্রিল ২০১৮

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে সাইবার হামলা শুরু করেছে যুক্তরাজ্য। দেশটির গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ সাইবার হামলা চালানোর বিয়ষটি নিশ্চিত করেছে।

সংস্থাটির এক কর্মকর্তা জেরেমি ফ্লেমিং বলেন, এই অভিযানের ফলে আইএসের সক্ষমতা কমে যাবে। এই প্রথমবারের মতো যুক্তরাজ্য আইএসের অনলাইন কার্যক্রম বাধাগ্রস্ত করার বিষয়টি প্রকাশ করেছে।

জিসিএইচকিউ এর পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাষণে দেওয়া বক্তব্যে তিনি বিষয়টি প্রকাশ করেন। ম্যানচেস্টারের সাইবার কনফারেন্সে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাজ্যের চালানো সাইবার হামলায় ব্যাপক সফলতা এসেছে।

ফ্লেমিং বলেন, সাইবার হামলার মাধ্যমে যেভাবে আইএসকে পিছু হঠানো হয়েছে, সে বিষয়টি অধিকতর সংবেদনশীল হওয়ায় তা প্রকাশ করা হচ্ছে না। তবে এটুকু বলা যাচ্ছে যে, এ সাইবার হামলার মাধ্যমে আইএসের অনলাইন নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি