আইসিসির কৌশলীকে গ্রেফতারের ঘোষণা দুতার্তের
প্রকাশিত : ১৮:৫৬, ১৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৯:২৮, ১৩ এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলীকে গ্রেফতারের হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। সংবাদ সম্মেলনে রদ্রিগো দুতার্তে বলেন, আইসিসি প্রসিকিউটর ফাটো বেনসোডা ম্যানিলাতে পা রাখলেই তাকে গ্রেফতার করা হবে।
রদ্রিগো দুতার্তে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে দেশটিতে টানা কয়েক মাস ধরে গণহত্যা চালিয়ে আসছে বলে অভিযোগ করে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এরই ধারাবাহিকতায় দুতার্তের বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্ত করার ঘোষণা দিয়েছেন বেনসোডা।
দুতার্তে বলেন, ‘ফিলিপাইন যেহেতু আন্তর্জাতিক আদালতের সদস্য নয়, তাই আমার বিরুদ্ধে কোনো ধরণের তদন্ত কার্যক্রম চালানোর এখতিয়ার আইসিসির নেই। তাই বলছি, ফাতু এখানে এসো না। কারণ আমি তোমাকে এখানে আসতে দিবো না। তুমি এখানে কোনো ধরণের কার্যক্রম চালাতে পারবে না’।
সূত্র: আল-জাজিরা
এমজে/
আরও পড়ুন