ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

গাজায় হতাহতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ১৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৯:২৭, ১৩ এপ্রিল ২০১৮

বাড়ি ফেরা আন্দোলনের তৃতীয় দিনেও গাজার বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে ইসরায়েলি বাহিনী। গত ৩০ জানুয়ারি থেকে আন্দোলনকারীদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৩৪ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও অন্তত ২ হাজার বিক্ষোভকারী।

এদিকে গতকালের হামলায়ও শতাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই পর্যন্ত ১১২ বিক্ষোভকারী হামলায় আহত হয়েছেন। তাদের সবাই গুলিতে আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধতন কর্মকর্তা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা এ হামলার নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার একটি অস্থায়ী চিকিৎসা ক্যাম্পে টিয়ারগ্যাস হামলা চালালে ১০ স্বাস্থ্যকর্মী আহত হন। এদিকে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে যতই হামলা করা হোক না কেন, ওই ক্যাম্পে আহতদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কিদরা।

কিদরা আরও জানায়, গতকালের হামলায় আহতদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, কেবল গত শুক্রবারের হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন।

এদিকে গাজায় কর্মরত সাংবাদিকদের জীবনও কাটছে শঙ্কার মধ্যে। প্রেসমার্ক দেখারপরও ইসরায়েলি বাহিনী সাংবাদিকদের গুলি করে হত্যার ঘটনায় তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে স্থানীয় এক সাংবাদিক জানিয়েছে, তার মা ও স্ত্রী তাকে যতই বলুক না কেন, সাংবাদিকতা ছেড়ে দিতে, তিনি সাংবাদিকতা ছাড়বেন না। কারণ সাংবাদিকতাকে তিনি ভালোবাসেন বলে জানিয়েছেন।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি