ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরিয়া ইস্যুতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জাতিসংঘের  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৯, ১৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

 

সিরিয়া ইস্যুতে সংযম প্রদর্শন ও শান্ত থাকার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। সিরিয়ায় যুক্তরাষ্ট্র,  ফ্রান্স ও ব্রিটেনের হামলার পর পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে তিনি এ আহ্বান জানান।

সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও অবনতি হতে পারে এমন কাজ থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। এক বিবৃতিতে তিনি জানান, ‘এই বিপদজনক পরিস্থিতিতে সিরিয়ার সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিতে পারে এমন যেকোন কাজ থেকে বিরত থাকতে সকলের প্রতি আহবান জানান।’

এই হামলার কারণে গুতারেস তার পূর্ব নির্ধারিত সৌদি আরব সফর বিলম্বিত করেন।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি