প্রেসিডেন্ট নির্বাচনে যাচ্ছেন না বাইডেন
প্রকাশিত : ২১:৪৬, ১৬ এপ্রিল ২০১৮
২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ গ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক বাইস প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদমাধ্যম এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
প্রেসিডেন্ট নির্বাচনে কেন প্রতিযোগিতা করবেন না-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আমাকে ভালো পরামর্শ দিয়েছেন।
বাইডেন বলেন, বারাক ওবামা সব সময় আমাকে এই প্রশ্ন করতেন। তিনি আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন। আমি সব সময় আয়নার সামনে নিজেকে দাঁড় করাই। পরাজয় নিয়ে আমি ভীত ও চিন্তিত। আমি আর এই দায়ভার নিতে চাই না।
তিনি বলেন, ‘আমি আশা করছি, সাধারণ মানুষের মধ্যে অনেকে এদিকে আরও বেশি সক্রিয় হবে। আমি মনে করি, আমাদের মধ্যে অনেক ভালো মানুষ রয়েছে।’
এমএইচ/
আরও পড়ুন