ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

সিরিয়াকে এস-৩০০ দেওয়ার ঘোষণায় উদ্বিগ্ন ইসরায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ১৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:১৬, ১৭ এপ্রিল ২০১৮

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়াকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-থ্রি হান্ড্রেড দিতে পারে বলে ঘোষণা করার পর ইসরায়েল উদ্বিগ্ন হয়ে পড়েছে।

ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্ট লিখেছে, ‘এর ফলে ইসরাইলের বিমানবাহিনী হুমকির মুখে পড়বে। আরও বেশি ইসরাইলি পাইলট প্রাণ হারাবেন।’

ইসরাইলি টিভি চ্যানেল `আইটুয়েন্টিফোরনিউজ` লিখেছে, সিরিয়ার কাছে রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি ঠেকাতে  সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে বলে ইসরাইলের অন্যান্য গণমাধ্যমেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

রুশ সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা কর্নেল সের্গেই রুদস্কয় গত শনিবার বলেছেন, আগে থেকেই অস্থির অবস্থায় থাকা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তোলার জন্যই পশ্চিমা দেশগুলো সিরিয়ার ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, সিরিয়াসহ অন্য দেশগুলোকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হতে পারে।

সূত্র: পার্সটুডে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি