ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

কলম দিয়ে বিমান জিম্মি: অভিযুক্তের পরিচয় প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ১৭ এপ্রিল ২০১৮

কলম দিয়ে বিমান জিম্মি করার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে চীনা কর্তৃপক্ষ। গত রোববার গন্তব্যে ছুটছিল বিমানটি। হঠাৎ কেবিন ক্রু সদস্যের গলায় একটি ফাউন্টেইন কলম ঠেকিয়ে বিমানটির জরুরি অবতরণ করাতে বাধ্য করেন এক দুর্বৃত্ত।

দেশটির পুলিশ বলছে, মিস্টার জু নামের ৪১ বছর বয়সী এক ব্যক্তি বিমানের এক ক্রুর গলায় ফাউন্টেইন কলম ঠেকিয়ে বিমানটি জরুরি অবতরণ করাতে বলেন। ক্রু ভয় পেয়ে বিমানটি জরুরি অবতরণ করাতে ফাইলটকে বলার পরই তিনি বিমানটি জরুরি অবতরণ করান।

পুলিশ আরও জানায়, মিস্টার জু একজন মানষিক রোগী। ঘটনাটি ঘটেছে এয়ার চায়নার সিএ১৩৫০ নামের বিমানটিতে। রোববার সকাল ৯টা ৫৮ মিনিটে দেশটির হেনান প্রদেশে জরুরি অবতরণ করে বিমানটি।

এদিকে বেইজিংয়ের আইনজীবী হাউ জানবো বেইজিং মরনিং পোস্টকে জানায়, যদি ওই ব্যক্তি মানষিক রোগী প্রমাণতি হয়, তাহলে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা হবে না।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি