ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

ভারতে বজ্রসহ ঝড়ে নিহত ১১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ১৮ এপ্রিল ২০১৮

ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা ও আশেপাশের জেলাগুলোতে আচমকা প্রচণ্ড বজ্রসহ ঝড়ে কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে অনেকেই গাছ ভেঙে পড়ায় এবং ভবন ধসে পড়ে মারা যান। এছাড়া বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রতি ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে বাতাস বইতে থাকে। এসময় শত শত গাছ ভেঙে পড়ার পর রাস্তায় সড়ক চলাচল মারাত্মক বিঘ্ন হয়।

নিহতদের মধ্যে চারজন কোলকাতায়, পাঁচজন হাওড়াতে এবং একজন হুগলী ও একজন বাঁকুড়া জেলায় মারা যান বলে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

যদিও বজ্রসহ বৃষ্টির ব্যাপারে আগেই পূর্বাভাস ছিল তবে এতো বেশি বাতাসের গতি থাকবে তেমন কোনও ধারনাই ছিল না।

কর্মকর্তারা বলছেন, বজ্রসহ ঝড়ের সঙ্গে এতো বেশি বাতাসের গতি গত কয়েক দশকেও দেখা যায়নি।

তথ্যসূত্র: বিবিসি।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি