ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ছেলেরা দেরি করে বাড়ি ফিরলে প্রশ্ন করা উচিত: মোদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ১৯ এপ্রিল ২০১৮

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া শহরের ৮ বছরের শিশু আসিফাকে গণধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় উত্তাল ভারত। বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লন্ডনে অবস্থান করছেন। কাঠুয়ায় গণধর্ষণ ও খুন নিয়ে দিনভর বিক্ষোভ হয়েছে লন্ডনেও। সেখানে গতকাল বুধবার ভারতীয় প্রবাসীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানেও এ নিয়ে কথা বলেন মোদি।

বিরোধীদের খোঁচা দিয়ে বোঝাতে চাইলেন, নাবালিকা ধর্ষণ নিয়ে রাজনীতি করা উচিত নয়। প্রসঙ্গত, ভারতে বিরোধীরা পরিসংখ্যান দিয়ে বলে, বিজেপি-শাসিত রাজ্যেই নারী ও শিশুকন্যা নির্যাতনের ঘটনা দেশটির মধ্যে সব চেয়ে বেশি। মোদি এও জানান, ভারতে যৌন হয়রানির সাম্প্রতিক ঘটনাগুলো দেশটির জন্য লজ্জাজনক।

মোদির আরও বলেন, বাচ্চা মেয়েকে ধর্ষণের চেয়ে ভয়ানক আর কী হতে পারে? তবে আমাদের জমানায় এমন ঘটনা বেশি হয়েছে না অন্যদের জমানায়, তা নিয়ে প্রশ্ন তোলাও লজ্জাজনক।

তাঁর কথায়, মেয়ে দেরি করে বাড়ি ফিরলে মা প্রশ্ন করেন কোথায় গিয়েছিলে। রাতে ফোনে কথা বললে প্রশ্ন করেন কার সঙ্গে কথা বলছ। ছেলেরা দেরি করে ফিরলে প্রশ্ন করা উচিত কোথায় ছিলে।

সূত্র: আনন্দবাজার

একে// এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি