ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

ডেনিয়েলকে হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪০, ১৯ এপ্রিল ২০১৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের বিরুদ্ধে একের পর এক নারীর সঙ্গে যৌন  সম্পর্ক নিয়ে অভিযোগ  উঠেছে। তবে এই অভিযোগগুলো নিয়ে তেমন কথা তিনি বলেন নাই। এবার পর্ণ তারকা ডেনিয়েলের অভিযোগ নিয়ে কথা বললেন।

ডেনিয়েল দাবি করেন, তাকে স্কাস করা এক ব্যক্তি হুমকি দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। তিনি বলেন, তাকে এক ব্যক্তি এসে হুমকি দেন ট্রাম্পের হয়ে।

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকার ওই নারী অভিযোগ করে স্কাস করা এক ব্যক্তি তাকে হত্যার হুমকি দেন। এ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প এক টুইয়ে বলেন, এটা অসম্ভব।

ডেনিয়েল অভিযোগ  করেন, ২০০৬ সালে ট্রাম্প তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ওই টেলিভশন প্রোগ্রামে ওই নারী আরও বলেন, ওই ব্যক্তি তাকে শাসায় এবং তিনি আমার বেবির দিকে বলেন, এটা একটি সুন্দর বালিকা। তার মায়ের কিছু হলে তা সত্যিই খারাপ।

তথ্যসূত্র: বিবিসি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি