ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

সিরিয়ায় হামলা শুরু ইরাকের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৯, ১৯ এপ্রিল ২০১৮

সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইরাক। সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে একজোট হয়ে হামলা চালায় দেশটির সেনাবাহিনী। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে সিরিয়া সরকারের অনুমতি নিয়ে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরাকি সেনাবাহিনী। বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইরাকি সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হায়দার আল আবাদির (প্রধানমন্ত্রী) নির্দেশে এ হামলা চালানো হয়।

হামলায় ইরাকি সামরিক বাহিনীর এফ-১২ ফাইটের জেট ব্যবহার করা হয় বলে জানিয়েছেন ইরাকি সামরিক বাহিনীর এক মুখপাত্র। তিনি জানান, এফ-১২ ফাইটার জেট ইরাক থেকে উড্ডয়ন করে সিরিয়া সীমান্তে ঢুকে আইএসকে লক্ষ্য করে হামলা চালায়। উল্লেখ্য, দেশটির প্রধানমন্ত্রী ইরাকে অভিযানের ঘোষণা দেয়ার পরদিনই এ হামলা চালায় দেশটির সেনাবাহিনী।

এই হামলার মধ্য দিয়ে দেশটিতে নতুন করে যুদ্ধে জড়িয়েছে আরেক দেশ। এর আগে তুরস্ক, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন দেশটিতে যুদ্ধে জড়িয়ে পড়ে।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি