ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

সৌদিতে বন্দুকধারীর গুলিতে ৪ নিরাপত্তা কর্মকর্তা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ২০ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৩:৫৯, ২০ এপ্রিল ২০১৮

সৌদি আরবের আছিরপ্রদেশে গোলাগুলিতে দেশটির নিরাপত্তা বাহিনীর চার কর্মকর্তা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এ হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আছিরপ্রদেশের একটি তল্লাশিচৌকিতে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আল অ্যারাবিয়া।

এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষক দুই সন্দেহভাজনকে আটক করেছেন। এ ছাড়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলি করে এক বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ সন্দেহভাজনদের নাম উল্লেখ করেননি।

উল্লেখ্য, সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ মধ্যপ্রাচ্যে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়ামেনে সংঘাতে চিরবৈরী সৌদি আরব ও ইরান পরস্পরবিরোধী অবস্থান নিয়ে আসছে। ২০১৭ সালের নভেম্বরে ৪০ মুসলিম দেশের অংশগ্রহণে ইসলামিক সন্ত্রাসবিরোধী জোটের বৈঠকে সন্ত্রাসীদের শেষ দেখে নেওয়ার হুমকি দেন সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান।

তথ্যসূত্র: রয়টার্স।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি