ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

নেপালে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ২০ এপ্রিল ২০১৮

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে উড্ডয়নের সময় ১৩৯ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়েছে মালিন্দো এয়ারলাইনসের একটি বিমান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর শুক্রবার ত্রিভুবন বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।

বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুর জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে মালয়েশিয়ার ওই বিমানটি কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু বিমান উড্ডয়নের সময় সমস্যার মুখোমুখি হন বিমানের পাইলট। বিমানটি ছিটকে রানওয়ে থেকে ৩০ মিটার দূরে কাদার মধ্যে আটকে যায়। বিমানের সব আরোহীই নিরাপদে আছেন বলে জানান তিনি। তবে কী কারণে বিমানটি ছিটকে পড়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি বলেও উল্লেখ করেন প্রেমনাথ।

এ ঘটনায় কেউ আহত না হলেও নেপালের রাজধানীতে আসা সব বিমান ঘুরিয়ে দেওয়া হয়। রানওয়ে থেকে ছিটকে পড়া মালিন্দ এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ বিমান সরাতে কর্তৃপক্ষ চেষ্টা চালানোয় বিমানগুলোর গতিপথ পরিবর্তন করা হয়।

নেপালের একমাত্র ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কতক্ষণ বন্ধ থাকবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, এক মাস আগেই ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিমান ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ৫১ জন নিহত হন।

আরকে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি