ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ভারতে ১২ বছরের নিচে শিশু ধর্ষণের শাস্তি ফাঁসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ২১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৭:৪০, ২১ এপ্রিল ২০১৮

১২ বছরের নীচে ধর্ষণে মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। শনিবার এ বিষয়ে অর্ডিন্যান্স পাশ করা হয়।

জম্মু-কাশ্মীরের কাঠুয়া কাণ্ডের পরই ধর্ষণের শাস্তির ক্ষেত্রে আইনের পরিবর্তন আনার জন্য গত সপ্তাহেই প্রস্তাব রেখেছিলেন দেশটির কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী মানেকা গাঁধী। আজ শনিবার কেন্দ্রীয় কমিটির বৈঠকে শিশু ধর্ষণের চূড়ান্ত শাস্তি কী হতে পারে তা নিয়ে আলোচনা হয়। অবশেষে মৃত্যুদণ্ডকে সিলমোহর দিয়ে দিল মন্ত্রিসভা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথমে এই প্রস্তাব তোলা হয়।

বর্তমানে চালু ‘শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইন, ২০১২’ (পকসো) অনুযায়ী, ১২ বছরের কম বয়সি শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনা ঘটলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও কমপক্ষে সাত বছরের সাজার বিধান রয়েছে। তবে অপরাধীদের কড়া সাজা দিতে এই আইনটির সংশোধনের প্রক্রিয়া যে শুরু হয়ে গেছে, সে কথা সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছিল কেন্দ্র।

তথ্যসূত্র: আনন্দবাজার।
এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি