ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

কল্পনাকে ছাড়িয়ে যাবে তেহরানের প্রতিক্রিয়া, হুমকি রুহানির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ২১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:০৮, ২১ এপ্রিল ২০১৮

যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি দিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি বাতিল করে, তার পরিণাম হবে ভয়াবহ। এতে অন্যদেশগুলোও যদি যুক্তরাষ্ট্রের পথে হাঁটে, তাহলে তেহরানের প্রতিক্রিয়া বিশ্বের কল্পনাকেও ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে হাসান রুহানি বলেন, ‘আমাদের পারমাণবিক শক্তি কমিশন প্রতিক্রিয়া দেখানোর জন্য প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ডেডলাইন দিয়েছে, তা থেকে সরে না আসলে পরমানু কমিশন তীব্র প্রতিক্রিয়া দেখাবে।এই প্রতিক্রিয়া এতটাই মারাত্মক হবে যে, তা বিশ্বের কল্পনাকেও ছাড়িয়ে যাবে’।

উল্লেখ্য, গত জানুয়ারিতে ট্রাম্প ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে চুক্তি থেকে সরে আসার জন্য চাপ প্রয়োগ করেন।শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র তেহরান ইস্যুতে যে নীতি গ্রহণ করবে, তাতে সমর্থন দেওয়ার জন্য দেশগুলোকে আহ্বান করেন ট্রাম্প।

এদিকে যুক্তরাষ্ট্রের নিরস্ত্রীকরণ রাষ্ট্রদূত রবার্ট ওড বলেন, তেহরান ইস্যুতে ওয়াশিংটন ইউরোপিয়ান মিত্রদের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে।আগামী ১২ মেকে সামনে রেখে দেশটির গুরুত্বপূর্ণ এ ব্যক্তি এসব কথা বলেন।

এ ছাড়া তিনি জানিয়েছেন, আগামী ১২মে এর পর থেকে যুক্তরাষ্ট্রের উপর ফের নিষেধাজ্ঞা বহাল করা হবে। তবে ইরান বলছে, অন্য পক্ষগুলো যতদিন এই চুক্তি বাতিল করবে না, তারাও ওই চুক্তির আওতায় পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখবেন।

এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ জাভেদ জারিফ বলেন, ‘যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গেলে, আমাদের অনেকগুলো অপশান রয়েছে। আর তাদের সরে যাওয়ার ফলে বিশ্বের মধ্যে অসন্তুষ তৈরি হবে বলেও যোগ করেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি