ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ধর্ষককে একবার সুযোগ দেওয়া উচিত: তসলিমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৯, ২২ এপ্রিল ২০১৮

ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড না দিয়ে ধর্ষককে একবার শোধরানোর সুযোগ দেওয়ার পক্ষে লেখক তসলিমা নাসরিন। ভারতে নির্বাসিত এ লেখিকা বলেছেন, শিশু ধর্ষণের সাজা হিসেবে ভারত মৃত্যুদণ্ডের যে বিধান করেছে সেটি উচিত নয়। ধর্ষণকারীদের একবার শোধরানোর সুযোগ দেওয়া উচিত।
গতকাল শনিবার কেরালার কোঝিকোড়ে তার লেখা বই স্প্লিট: এ লাইফ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তসলিমা নাসরিন। তিনি আরও বলেন, কোনো মানুষই ধর্ষণকারী হিসেবে জন্ম নেয় না। সমাজ এই ধর্ষকদের তৈরি করে। আর সেই কারণেই আমাদের উচিত এই সমাজকে পরিবর্তন করা। সমাজের উচিত নারীদের দিকে অভিযোগের আঙুল না তুলে বা তাদের সমালোচনা না করে বরং পুরুষ মানুষকে শিক্ষিত করে তোলা। তাদের ধর্ষক না হওয়ার শিক্ষা দেওয়া।
উল্লেখ্য কাশ্মীরের কাঠুয়ায় আট বছরের এক শিশুকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা এবং উত্তরপ্রদেশের উন্নাওতে এক নাবালিকা ধর্ষণের ঘটনায় নিয়ে প্রবল আলোড়নের জেরেই ধর্ষণ সম্পর্কিত কঠোর আইন প্রণয়নের সিদ্ধান্ত নেয় মোদি সরকার। শনিবার দেশটির কেন্দ্রীয় সরকার ১২ বছরের কমবয়সী শিশুকে ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে অর্ডিন্যান্স আনার সিদ্ধান্ত নেয়। এর মাধ্যমে ধর্ষণ সম্পর্কিত ইন্ডিয়ান পেনাল কোড, এভিডেন্স অ্যাক্ট, কোড অব ক্রিমিন্যাল অফেন্স অ্যাক্ট ও প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস (পকসো) আইনে সংশোধনী আনা হবে। প্রতিটি ক্ষেত্রেই অন্তর্ভূক্ত করা হবে বেশ কিছু নতুন কিছু ব্যবস্থা।
সূত্র : দ্য হিন্দু।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি