ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

বারবারাকে স্মরণ করে কাঁদলেন ডব্লিউ বুশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ২২ এপ্রিল ২০১৮

স্ত্রী বারবারা বুশকে স্মরণ করে কাঁদলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ। শনিবার হাউসটনে সেন্ট মার্টিনস এপিস্কোপাল চার্চে আয়োজিত এক অনুষ্ঠানে স্মরণ করা হয় বারবারা বুশকে।
এতে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, বারাক ওবামা, বর্তমান ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। অনুষ্ঠানে মায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বক্তব্য রাখেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ। তার আবেগঘন বক্তব্যে ঝর ঝর করে কেঁদে ফেলেন পিতা জর্জ এইচ ডব্লিউ বুশ। বারবারা বুশের সঙ্গে তার দাম্পতী জীবন ছিল দীর্ঘ ৭৩ বছরের।

অনুষ্ঠানে হুইল চেয়ারে করে যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশকে ঠেলে নিয়ে আসেন তারই ছেলে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বুশ পরিবারের অন্য সদস্যরা। উল্লেখ্য, বারবারা বুশকে বহু প্রেমপত্র লিখেছিলেন জর্জ এইচ ডব্লিউ বুশ।

শনিবারের অনুষ্ঠানে তার একটি পড়ে শোনান জেব বুশ। এ সময়ই ভালবাসার আবেগে কেঁদে ফেলেন জর্জ এইচ ডব্লিউ বুশ। অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন প্রায় এক হাজার ৫০০ অতিথি। এতে শুধু বক্তব্য রাখেন জেব বুশ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি