ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে উলঙ্গ বন্দুকধারীর হামলায় ৩ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৫, ২২ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:৪৮, ২২ এপ্রিল ২০১৮

যুক্তরাষ্ট্রে এক উলঙ্গ বন্দুকধারীর হামলায় অন্তত ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় মধ্যরাত ৩টায় অ্যান্টিওকের একটি রেস্টুরেন্টে ঢুকে হামলা চালায় ২৯ বছর বয়সী ট্রেভিস রিংকিং।

নাশভিলে শহরের নিটকবর্তী একটি খাবার দোকানে হামলা চালায় ট্রেভিস। নাশভিলে মেট্রোপলিটন পুলিশ জানায়, অ্যান্টিওকের একটি খাবার দোকানে স্থানীয় সময় রাত ৩টা ২৫ মিনিটে ওই হামলাকারী একটি এআর-১৫ বন্দুক নিয়ে হামলা চালায়। হামলাকারী শ্বেতাঙ্গ ছিল বলে জানিয়েছে পুলিশ।

অ্যান্টিওক থেকে ৪৫০ কিলোমিটার দূরে ইলিনয় অঙ্গরাজ্যের একটি গ্রাম থেকে এসে হামলা চালায় রিংকিং। হামলাকারী একটি গাড়িতে করে ওই রেস্টুরেন্টে আসে বলেও পুলিশ দাবি করেন। ভিডিও ফুটেজ দেখে ট্রেভিসকে শনাক্ত করে পুলিশ। এদিকে গুলিতে আহতদের মধ্যে অন্তত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

গত অক্টোবরে দেশটির লাস ভেগাসে এআর-১৫ বন্দুকধারীর হামলায় অন্তত ৫৮ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এর আগে ফ্লোরিডায় একটি স্কুলে এআর-১৫ বন্দুকধারীর হামলায় অন্তত ১৭ শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত ট্রেভিসকে আটক করতে পারেনি পুলিশ।

সূত্র: রয়টার্স
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি