চীনে নৌকা ডুবিতে ১৭ জনের মৃত্যু
প্রকাশিত : ২০:১৮, ২২ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:৩২, ২২ এপ্রিল ২০১৮
চীনে নৌকা ডুবিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। নৌকা বাইচের অনুশীলন করার সময় নৌকা দুটি ডুবে গেলে এ ঘটনা ঘটে।
শনিবার চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়াংশি ঝুয়াং অঞ্চলের গুইলিন শহরের নিকটবর্তী একটি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার জন্য অনুশীল করছিলো কয়েকটি নৌকা।
টেলিভিশনে সম্প্রচারিত ছবির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ড্রাগন বোট নামে পরিচিত একটি লম্বা, সরু নৌকা নদীর একটি প্রসারিত অংশে আসার পর সেটি উল্টে যায়। নদীর ওই অংশটিতে প্রবল স্রোত ছিল বলে জানিয়েছে উদ্ধারকারী দল। লোক ভর্তি আরেকটি ড্রাগন নৌকা ঘটনাস্থলে আসার পর সেটিও উল্টে যায়।
সিনহুয়া জানিয়েছে, দুই নৌকার ৫৭ জন আরোহী পানিতে পড়ে যায় এবং তাদের উদ্ধারে ২০০ জন উদ্ধারকর্মী পাঠানো হয়। গভীর রাত পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত ছিল বলে জানা গেছে।
এশিয়ার বিভিন্ন এলাকায় ড্রাগন নৌকার প্রতিযোগিতা বেশ জনপ্রিয়। ড্রাগন নৌকার উৎসবের দিনটি ঐতিহ্যগতভাবেই চীনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়। এ ছাড়া দিনটিকে একটি ছুটির দিন হিসেবে পালন করে দেশটি।
চলতি বছরের ১৮ জুন এ নৌকা-বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: শিনহুয়া
এমজে/
আরও পড়ুন