ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ডায়ানাকে কেটের অন্যরকম শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ২৪ এপ্রিল ২০১৮

ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন তার প্রয়াত শাশুড়ি প্রিন্সেস ডায়ানার প্রতি অন্যরকম শ্রদ্ধা জানালেন। তার তৃতীয় সন্তানের নাম রাখা হয়নি এখনও। সোমবার বিশ্ববাসীর সঙ্গে সন্তানের পরিচয় করিয়ে দেন কেট। এদিন তিনি লাল রঙের পোশাক পরেছিলেন।

আজ থেকে প্রায় ৩৪ বছর আগে প্রিন্সেস ডায়ানা যখন সদ্যোজাত দ্বিতীয় সন্তান হ্যারিকে সবার সামনে নিয়ে আসেন তখন তার পরনেই ছিল একই রঙের পোশাক। স্টাইলটাও ছিলো প্রায় একই রকম।

অবশ্য ২০১৩ সালের বড় ছেলে প্রিন্স জর্জকে সবার সামনে নিয়ে আসার দিন কেট পরেছিলেন এমন একটি পোশাক, যেটিও ছিল ডায়ানার কাছ থেকে অনুপ্রাণিত।

জানা যায়, ১৯৮২ সালে বড় ছেলে প্রিন্স উইলিয়ামকে সবার সামনে আনার দিনটিতে ডায়না পরেছিলেন ডট দেওয়া প্রিন্টের পোশাক। তাই কেটও প্রিন্স জর্জকে নিয়ে সবার সামনে আসেন ডট দেওয়া প্রিন্টের পোশাক পরে। তবে শুধু রঙটাই ছিলো ভিন্ন।

সূত্র: ক্লোজার উইকলি ডটকম

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি