শ্যাওলা দূর করবে আর্সেনিক
প্রকাশিত : ১৬:৫১, ২৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৭:৪০, ২৪ এপ্রিল ২০১৮
বিশুদ্ধ পানির অপর নাম জীবন, যদি তাতে আর্সেনিক না থাকে৷ বাংলাদেশের বহু মানুষ এই বিষে আক্রান্ত৷ দেশে অন্তত দুই কোটি মানুষ আর্সেনিক বিষক্রিয়ার ঝুঁকিতে আছে। বিশ্বজুড়েই পানীয় জলে আর্সেনিক দূষণ ভয়াবহ সমস্যায় রয়েছে।
এ পরিস্থিতিতে আশা জাগিয়েছেন সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা আবিষ্কার করেছেন এমন এক মস বা শ্যাওলা, যা পানি থেকে আর্সেনিক শোষণে সক্ষম। শ্যাওলা ব্যবহার করে পানি পরিশোধনের এ পদ্ধতিকে বলা হচ্ছে ফাইটোফিল্ট্রেশন।
সম্প্রতি এনভায়রনমেন্টাল পলিউশন জার্নালে প্রকাশিত এক নিবন্ধে গবেষকরা জানিয়েছেন, বিশেষ প্রজাতির এই শ্যাওলার বৈজ্ঞানিক নাম `ওয়ার্নস্টোফিয়া ফুইটেনস`। এটি সুইডেনের বিভিন্ন প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তারা কেবল এর জিনে সামান্য পরিবর্তন ঘটিয়েছেন। এরই মধ্যে এই শ্যাওলা ব্যবহার করে পানি থেকে ৮২ শতাংশ আর্সেনিক দূর করতে সক্ষম হয়েছেন তারা। এই শ্যাওলা যে কোনও পানির প্রবাহে জন্মানো সম্ভব বলে জানাচ্ছেন গবেষকরা।
এ প্রক্রিয়ায় আর্সেনিক দূরীকরণে ঘণ্টাখানেক সময় লাগে বলে জানান গবেষণা দলের অন্যতম সদস্য আরিফিন সন্ধি।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট
একে//এসি
আরও পড়ুন