ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

পাকিস্তানে ফের ‘অনার কিলিং’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ২৫ এপ্রিল ২০১৮

সানা শিমা। বড় হয়েছেন ইতালিতে। দেশটিতে রয়েছে তার বয় ফ্রেন্ড। তবে বাবা-মার ইচ্ছা ওই বয় ফ্রেন্ড নয়, নিজ দেশের স্বজাতি ও পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে দেবেন শিমার। কিন্তু শিমা বেঁকে বসেছেন। তাই সম্মান রক্ষার নামে নিজ কন্যা শিমাকে খুন করেন (অনার কিলিং) বাবা-ভাই ও কাকা। শুধু খুন-ই নয়, পরে আগুন ধরিয়ে ভস্ম করে দেওয়া হয়েছে তার মৃতদেহ।

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের গুজরাটে। ২৬ বছর বয়সী শিমার ভস্ম হওয়া দেহ পরবর্তীতে কবর দেওয়া হয় পশ্চিম মঙ্গলের একটি নির্জন জায়গায়। তবে ঘটনার পরই পুলিশ শিমা হত্যার ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিমা হত্যার বিষয়টি ভাইরাল হওয়ার পর মাঠে নামে পুলিশ।

পুলিশ জানিয়েছেন, শিমার বাবা গোলাম মোস্তাফা মেয়েকে অন্যত্র বিয়ে দিতে চেয়েছিলেন। তবে শিমা ইতালিতে বিয়ে করতে চেয়েছিলেন। মেয়ের সঙ্গে তর্কে কুলিয়ে উঠতে না পেরে ছেলে আদনান মোস্তাফা, এবং ভাই মাজহার ইকবালকে খবর দেন গোলাম মোস্তাফা। এরপর তিনজনে মিলে খুন করেন তাকে। তবে শিমা খুন হওয়ার এতদিনে পেরিয়ে গেলেও অভিযুক্তদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, ২০১৬ সালের পাকিস্তান-ব্রিটিশ নাগরিক সামিয়া শাহীকেও সম্মান রক্ষার নামে হত্যা করা হয়েছিল।

সূত্র: খালিজ টাইমস
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি