ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ডিনারে যা খাবেন কিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ২৭ এপ্রিল ২০১৮

ঐতিহাসিক সফরে ৯ সদস্যের প্রতিনিধি দলসহ দক্ষিণ কোরিয়া অবস্থান করছেন উত্তর কোরিও প্রেসিডেন্ট কিম জং উন ১৯৫৩ সালের পর কিমই প্রথম কোন উত্তর কোরিও রাষ্ট্র প্রধান যিনি দক্ষিণ কোরিয়ার সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হলেন শুক্রবার দিনব্যাপী নানান কর্মসূচির পর কিমের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের নিমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন আর এই নৈশভোজে কিমের জন্য কী খাবার থাকছে তা নিয়েই চলছে গুঞ্জন

জানা যায়, নিজের খাদ্য তালিকা নিয়ে বেশ সচেতন থাকেন কিম। দ্বিপক্ষীয় বৈঠকের দিনও মধ্যাহ্ন ভোজের জন্য উত্তর অংশে দলবল নিয়ে  ফেরত যান কিম। বিকেলে আবার ফিরেও আসেন তিনি। সন্ধ্যায় দক্ষিণ অংশে আয়োজিত এই নৈশভোজে অংশ নেবেন কিম জং উন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা বিবিসি জানায়, কিমের জন্য নৈশভোজে থাকছে ‘রস্টি’ নামের এক বিশেষ খাবার। সুইজারল্যান্ডে পড়াশুনা করার সময় থেকেই এই রস্টি কিমের প্রিয় খাবার হয়ে ওঠে। রস্টি মূলত আলু দিয়ে তৈরি এক সুইডিশ ডিশ।

এছাড়াও নর্থ কোরিয়ার ঐতিহ্যবাহী খাবার এক ধরণের ঠান্ডা নুডলসও থাকছে কিমের উদ্দেশ্যে। সাথে থাকবে মদ জাতীয় উত্তর কোরিয়ার বিশেষ এক পানীয়। কিমের সাথে এই নৈশভোজে অংশ নেবেন তার বোন কিম ইয়ো জং।

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস//   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি