ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে সম্মত দুই কোরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ২৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:৫২, ২৭ এপ্রিল ২০১৮

কোরিয়া অঞ্চলে পারমাণবিক অস্ত্রের নিরস্ত্রীকরণে সম্মত হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। দুই কোরিয়ার রাষ্ট্র প্রধানদের ঐতিহাসিক দ্বিপক্ষীয় বৈঠকের পর আনুষ্ঠানিক এক বিবৃতিতে ঐতিহাসিক এ ঘোষনা দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।

শুক্রবার দক্ষিণ ও উত্তর কোরিয়া সীমান্ত এলাকার দক্ষিণ অংশে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন কিম ও মুন। মধ্যাহ্ন বিরতির পর বৈঠকের দ্বিতীয় পর্ব শেষে  সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া যৌথ বিবৃতিতে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের এই ঘোষনা আসে। এর আগে নিরস্ত্রীকরণের চুক্তিপত্রে নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন কিম জং উন এবং মুন জায়ে ইন।

তবে এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে সে বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি।

আরও যেসব বিষয়ে সিদ্ধান্ত হয় দুই দেশের শীর্ষ এ বৈঠকে আরও যেসব বিষয়ে সিদ্ধান্ত হয় তাঁর মধ্যে উল্লেখযোগ্য হল-

  • উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করবে দুই দেশ।
  • দুই দেশের সীমান্তবর্তী এলাকার নাম ‘বেসামরিক এলাকা’ থেকে পরিবর্তন করে ‘শান্তি এলাকা’ করা হবে।
  • দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে নিজেদের অস্ত্রের মজুদ কমিয়ে আনবে দেশ দুইটি।
  • যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে সফল আলোচনার জন্য কাজ করবে দেশগুলো।
  • ১৯৫৩ সালের যুদ্ধের পর আলাদা হয়ে যাওয়া দুই অংশের পরিবারগুলোর সদস্যদের মেলবন্ধনে উদ্যোগ নেবে রাষ্ট্র দুইটি।
  • দুই দেশের মধ্যে সড়ক ও রেলপথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে।
  • ক্রীড়া জনিত কারণে দুই পক্ষ আবার বৈঠকে মিলিত হবে।

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি